স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২ মে।। দোকানের সামনে গাড়ি দাঁড়ালে জরিমানা দিতে হবে ব্যবসায়ীকে। নির্দেশ কার্যকরে ময়দানে খোদ জেলা শাসক।
সম্প্রতি বিশালগড় শহরের ব্যবসায়ীদের প্রশাসন থেকে নোটিশ দেওয়া হয়েছে এখন থেকে তাদের দোকানের সামনে কোনও যানবাহন দাঁড় করানো হলে তারজন্য ওই দোকানদারকে জরিমানা দিতে হবে। এছাড়া আরও কিছু নির্দেশ জারি করা হয়েছে। সেগুলো কার্যকর হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে আসেন সিপাহীজলার জেলা শাসক বিশ্বশ্রী বি।
প্রসঙ্গত, বিশালগড় বাজারটি মুলত জাতীয় সড়কের ওপর। সিংহভাগ দোকান জাতীয় সড়কের পাশে। তাই যেকোন কিছু বিকিকিনির জন্য জাতীয় সড়কের ওপর গাড়ি দাঁড় করতে হয়। নেই কোন পার্কিং-এর ব্যবস্থা। প্রশাসনের এই কঠোর মনোভাবে ব্যবসায়ীরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন।