স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ মে।।
আগামীকাল মঙ্গলবার ত্রিপুরাতেও ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ঈদ-উল-ফিতর। চার সপ্তাহ দুই দিন রোজার পর পালিত হয় ইদ-উল-ফিতর। আগরতলা টাউন জামে মসজিদের ইমাম আবদুর রহমান জানান, আজ সোমবার রোজার ৩০ দিন অতিক্রান্ত হয়েছে।
আগামীকাল সকালে মসজিদে মসজিদে ইদগায় আয়োজিত হবে ইদের নামাজ। আগরতলার শিবনগর গেদুমিয়া মসজিদ প্রাঙ্গনে ইদের নামাজ আদায় করা হবে। ইমাম আবদুর রহমান নামাজ আদায়ে নেতৃত্ব দেবেন। সকাল সাড়ে ৮ টায় শুরু হবে নামাজ আদায়, খুশির পরব হল ইদ। এই দিনে দান করা অন্যতম রীতি, যার যার সাধ্য অনুযায়ী দান করে থাকেন।
বিশেষত গরীব দুস্থ মানুষের মধ্যে খাবার দান পূন্য কর্ম বলে বিধান। ইদে নতুন জামা-কাপড় দান করা, নতুন জামা কাপড় পরিধান করা অন্যতম রীতি। আগরতলার গেদুমিঁয়া মসজিদ প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে নামাজের জন্য।