অনলাইন ডেস্ক,৩০ এপ্রিল।। এবার মার্কিন মুলুকে তৈরি হতে চলেছে বলিউড বাদশাহর স্টেডিয়াম। আর সেই স্টেডিয়াম তৈরির উদ্যোক্তা কলকাতা নাইট রাইডার্স গ্রুপ এবং রেড চিলি। ২০২৪ এ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে । শুধু তাই নয় ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্তি করার কথা বলা হয়েছে। তা এখনো চূড়ান্ত না হলেও সম্ভাবনা অনেকটাই রয়েছে। আর তাই এবার নাইট মালিক শাহরুখ খানের হাত ধরেই আমেরিকার মাটিতে গড়ে উঠতে চলেছে আস্ত একটি স্টেডিয়াম।
জানা গেছে লস এঞ্জেলেসে হবে এই স্টেডিয়াম। শাহরুখ খানের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে আগামী দিনে আমেরিকায় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়েই স্টেডিয়াম তৈরি পরিকল্পনা। আরএইচটিডিএম তৈরীর মধ্যে দিয়ে কলকাতা নাইট রাইডার্সকে একটি ব্র্যান্ড হিসেবে গোটা বিশ্বের সামনে তুলে আনতে চাইছেন নাইট মালিক শাহরুখ খান। নাইটদের যে স্টেডিয়ামটি তৈরি হচ্ছে সেটি হবে বিশ্বমানের। আনুমানিক কত অর্থ খরচ হবে এই স্টেডিয়াম তৈরি পেছনে তা এখনও জানা না গেলেও, বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে যে এই স্টেডিয়ামের তৈরির পেছনে বিপুল অর্থ খরচ হবে। থাকবে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। লকার রুম বিলাসবহুল সুইট, বিশাল পার্কিং জোন এবং সর্বোপরি থাকছে আন্তর্জাতিক মানের পিচ।