রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় রেডিও লিবার্টির সাংবাদিক ভিরা হাইরিচ নিহত

অনলাইন ডেস্ক,৩০ এপ্রিল।। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন অর্থায়নে পরিচালিত রেডিও লিবার্টির সাংবাদিক ভিরা হাইরিচ (৫৫) নিহত হয়েছেন।

রেডিও লিবার্টির বরাত দিয়ে শুক্রবার এএফপির খবরে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের সফরকালে চালানো হামলায় সাংবাদিক ভিরা হাইরিচ নিহত হন।

রেডিও লিবার্টি জানায়, ভিরা হাইরিচ বৃহস্পতিবার কিয়েভে তার বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ক্ষেপণাস্ত্র তার বাড়ির দালানে আঘাত হানলে তিনি নিহত হন। শুক্রবার সকালে উদ্ধারকর্মীরা তার মরদেহ উদ্ধার করেছে।

কিয়েভের কেন্দ্রস্থলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার সময় ভিরা বিছানায় ঘুমোতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো।

এর আগে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্র হামলার পর একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে সেই সময় নিহত ব্যক্তির বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি।

এদিকে, রাশিয়া নিশ্চিত করেছে, তারা ইউক্রেনে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে সাংবাদিক যে ভবনে ছিলেন, সেটিতে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো ।

রেডিও লিবার্টি রেডিও ফ্রি ইউরোপ নামেও পরিচিত। মার্কিন অর্থায়নে পরিচালিত এই সম্প্রচারমাধ্যম বিশ্বের এমন সব অঞ্চলে সংবাদ সম্প্রচার করে, যেখানে ‘মুক্ত সংবাদ সীমাবদ্ধ হতে পারে বা এখনও প্রতিষ্ঠিত হয়নি’।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হাইরিচ ২০১৮ সাল থেকে রেডিও লিবার্টির কিয়েভ ব্যুরোতে কর্মরত ছিলেন। এর আগে একটি শীর্ষস্থানীয় ইউক্রেনীয় টেলিভিশন চ্যানেলে কাজ করতেন তিনি।

রেডিও লিবার্টির সম্পাদকীয় বোর্ড এক বিবৃতিতে ভিরার মৃত্যুতে তার পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তাকে সত্যিকারের একজন পেশাজীবী, বুদ্ধিদীপ্ত এবং দয়ালু ব্যক্তিত্ব হিসাবে স্মরণ করা হবে বলে জানিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?