স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৯ এপ্রিল।। গরু পাচারে গুলিবিদ্ধ বাংলাদেশী যুবককে রেফার ও থানায় হস্তান্তর নিয়ে বি.এস.এফ ও পুলিশের মধ্যে দ্বন্দ্ব। ঘটনার বিবরণে জানা যায় বুধবার ভোররাতে ধর্মনগর থানাধীন রাগনা ইন্দো-বাংলা সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে ভারতে প্রবেশ করে গরু পাচার করতে আসে ৫ জন বাংলাদেশী যুবক। যার মধ্যে বি.এস.এফ-এর গুলিতে একজন আহত হয় এবং বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। আহতের নাম নজরুল মিঞা।
নজরুলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার এলাকায়। পরবর্তীতে আটক বাংলাদেশী যুবককে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে বি.এস.এফ। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর জি.বিপি হাসপাতালে রেফার করে দেয়।
এদিকে বৃহস্পতিবার দুপুর থেকে বি.এস.এফের তরফে ধর্মনগর থানায় এই ঘটনা জানিয়ে বাংলাদেশী যুবককে থানায় হস্তান্তর ও চিকিৎসার বিষয় সম্পর্কে অবগত করতে আসলে পুলিশ মামলা নিতে চায়নি। এই বিষয় সর্ম্পকে জেলার মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেও একই প্রশ্নের উত্তরের সম্মুখীন হতে হয় বি.এস.এফ আধিকারিকদের।