অনলাইন ডেস্ক, ২৯ এপ্রিল।। শুক্রবার শিবসেনার একটি মিছিলকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল পাঞ্জাবের পাতিয়ালা। শুক্রবার সকালে খালিস্তান বিরোধিতার ডাক দিয়ে একটি মিছিল বের করে শিবসেনা।
পাতিয়ালার বিখ্যাত কালী মন্দিরের সামনে ওই মিছিলের পথ আটকায় সেখানকার একটি স্থানীয় শিখ সংগঠন। শিবসেনা ও খলিস্তানপন্থী সমর্থকদের মধ্যে মুহূর্তের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দু’দলের সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে নির্বিচারে ইট-পাথর ছুড়তে থাকে। এক সময় তারা একে অপরের দিকে তরোয়াল ও বল্লম নিয়ে তেড়ে যায়।
মুহুর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। উভয়পক্ষের সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে বেধড়ক লাঠিচার্জ করে। এমনকি টিয়ার গ্যাসের শেল ফাটায়। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পুলিশ বাধ্য হয়ে শূন্যে গুলি চালায়।
এদিনের এই ঘটনায় কমপক্ষে ১০ জন জখম হয়েছেন। যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। সংঘর্ষে জড়িত থাকার অপরাধে পুলিশ বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে। এদিনের ঘটনার জেরে পাতিয়ালার কমিশনার সাক্ষী সাহানি এলাকার বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, সব ধর্মই সহিষ্ণুতার কথা বলে। কোনও বিষয়ে মতপার্থক্য হতেই পারে। সেই মতপার্থক্য আলাপ আলোচনার মধ্যে মিটিয়ে ফেলা দরকার। পুলিশের পক্ষ থেকেও এলাকার বাসিন্দাদের শান্ত থাকার এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসনের দাবি, এই মুহূর্তে পরিস্থিতি শান্ত আছে। সম্প্রতি রাজধানী দিল্লি, কর্নাটক, মধ্যপ্রদেশ-সহ দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছে।