স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ এপ্রিল।। মে মাসের ১ তারিখ থেকে প্রত্যেক অটোতে মিটার থাকা বাধ্যতামূলক। সরকার মোট ৬ হাজার অটোকে এ.এম.সি এরিয়াতে মিটার লাগানোর পরিকল্পনা নিয়েছে।
২০০০ অটোতে মিটার লাগানোর কাজ সুসম্পন্ন করা হয়েছে। এর জন্য যৌথ অভিযানে নামলো পরিবহন দপ্তর, ট্রাফিক দপ্তর এবং আরক্ষা দপ্তর।
সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে পরিবহন দপ্তরের ডেপুটি পরিবহন আধিকারিক বিধানচন্দ্র রায় আগরতলা মিউনিসিপ্যালিটি এলাকার সমস্ত যাত্রীদের অনুরোধ করেছেন গন্তব্যস্থলে যাওয়ার জন্য এখন থেকে মিটার অটো ব্যবহার করতে। এতে করে যাত্রীগণ নিজেদের ভাড়ার পরিমাপ সম্পর্কে অবগত থাকবেন। এখন দেখা যাক এই ব্যবস্থার কি প্রতিক্রিয়া ঘটে অটো চালক এবং যাত্রীদের মধ্যে!