স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ এপ্রিল।। পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ ত্রিপুরা রাজ্য সরকারি অতিথিশালায় ইফতার পর্টির আয়োজন করা হয়েছে। সংখ্যালঘু কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই ইফতার পার্টিতে বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী এমপি জুনাইদ আহমেদ পলক, রাজ্যের সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী রামপ্রসাদ পাল, বিধায়ক ডা: দিলীপ দাস, ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান মহম্মদ জসীম উদ্দীন, সপ্তরের সচিব তাপস রায় ও অধিকর্তা ভি দেববর্মা, ত্রিপুরাস্থিত বাংলাদেশের সহকারি হাইকমিশনার আরিফ মহম্মাদ সহ উভয় দেশের দেড়শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বাংলাদেশের প্রতিমন্ত্রী এমপি জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এক সফল গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। আগামীদিনে এই ধারা বজায় রাখার ক্ষেত্রে উভয় দেশই পরস্পরকে সহায়তা করবে। তিনি ত্রিপুরা রাজ্য সরকারের ইফতার পার্টির আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমানে কিছু অশুভ শক্তি উভয় দেশেরই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য মুখিয়ে রয়েছে। এক্ষেত্রে তিনি উভয় দেশকেই সম্প্রীতি বিনষ্টকারীদের নির্মূলীকরণের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে সচেষ্ট থাকতে হবে বলে অভিমত প্রকাশ করেন। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে রাজ্যের সর্বত্র অর্থনৈতিক, সামজিক এবং সাংস্কৃতিক উন্নয়ন প্রতিফলিত হচ্ছে।অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী রামপ্রসাদ পাল পবিত্র মাহে রমজান উপলক্ষে উভয় দেশের ইসলাম ধর্মাবলম্বী মানুষকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ভারত বাংলাদেশের মৈত্রীর সম্পর্ক দৃঢ় করতে হলে উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক, সামাজিক, ব্যবসায়িক আদান প্রদান বৃদ্ধি করতে হবে। আজকের এই ইফতার পার্টিতে দুদেশের মানুষের আত্মিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। ইফতার পার্টিতে উপস্থিত সকলেই একে অপরকে পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।