অনলাইন ডেস্ক, ২৮ এপ্রিল।। ভিয়ারিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এক পা দিয়ে রাখল লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে শেষ চারের প্রথম লেগে ২-০ গোলে জিতেছে ইউর্গেন ক্লপের দল।
স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর এগিয়ে যায় লিভারপুল। জর্ডান হ্যান্ডারসনের ক্রস রুখতে গিয়ে ৫৩তম মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দিয়ে বসেন ডিফেন্ডার পারভিস এস্তুপিনান।
আত্মঘাতী গোলের দুই মিনিট দ্বিতীয় গোল হজম করে বসে ভিয়ারিয়াল। মোহামেদ সালাহর অ্যাসিস্টে জাল খুঁজে নেন সাদিও মানে। এই গোলে একটি মাইলফলকেও পা রাখলেন সেনেগালিজ ফরোয়ার্ড।
আফ্রিকান ফুটবলারদের মধ্যে চ্যাম্পিয়নস লিগের নকআউটে সর্বোচ্চ ১৪ গোল ছিল দিদিয়ের দ্রগবার। এবার চেলসির সাবেক আইভরিয়ান ফরোয়ার্ডের রেকর্ডে ভাগ বসালেন মানে। ভিয়ারিয়ালের বিপক্ষে গোলটি তার চ্যাম্পিয়নস লিগের নকআউটে ১৪তম।
ভিয়ারিয়ালের বিপক্ষে ফিরতি লেগে ড্র বা ১-০ গোলে হারলেও ফাইনাল নিশ্চিত হয়ে যাবে লিভারপুলের।