অনলাইন ডেস্ক, ২৮ এপ্রিল।। সিরি’আর শীর্ষস্থানে ফেরার সুযোগ হারাল ইন্টার মিলান। গোলরক্ষকের ভুলে বোলোনাকে জয় উপহার দিয়েছে নেরাজ্জুরিরা।
এই হারে শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ল ইন্টার। জিতলেই নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে টপকে সিংহাসন দখল করতো তারা।
চলতি মৌসুমের তালিকায় ৭২ পয়েন্ট নিয়ে দুই আছে ইন্টার। তাদের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে মিলান। দুই দলের বাকি আছে মাত্র ৪ ম্যাচ করে।
বোলোনার মাঠে শুরুতে এগিয়ে যায় ইন্টার। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে ২০ গজ দূর থেকে নেওয়া শটে জাল খুঁজে নেন ইভান পেরিসিচ। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২৮তম মিনিটে হেডে বোলোনাকে সমতায় ফেরান মার্কো আরনাউতোভিচ।
ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে মারাত্মক ভুল করে বসেন ইন্টারের গোলরক্ষক ইয়োনাট রাডু। নিয়মিত গোলরক্ষক সামির হ্যান্ডানোভিচের বদলে একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু তার ভুলের মাশুলই দিতে হচ্ছে নেরাজ্জুরিদের।
পেরিসিচের বাতাসে ভাসানো থ্রো-ইন পা দিয়ে রুখতে যান রাডু। কিন্তু বল চলে যায় তার পায়ের নিচ দিয়ে। বল পেয়ে খালি জালে বল পাঠিয়ে বোলোনো জয় এনে দেন নিকোলা সানসোন। সেই গোল আর শোধ করতে পারেনি ইন্টার।