।। শিপন সরকার।। তেলিয়ামুড়া, ২৭ এপ্রিল।। রাজ্য পুলিশের ভুলের কারণে রাজনৈতিক সংঘর্ষ থেকে রক্ষা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া এলাকায়। সংবাদে জানা যায় বুধবার সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমার কমিটির অন্তর্গত মোহরছড়া অঞ্চল কমিটির উদ্যোগে দ্রব্মূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি সভা ও মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী মোহরছড়ার মরগাং পাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয় তেলিয়ামুড়া মহকুমার সিপিআইএমের কর্মী-সমর্থকরাও জড়ো হয় মিছিল সংগঠিত করার জন্য। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী।
উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্তকুমার জমাতিয়া। ছিলেন প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস সহ আরো অনেক নেতৃত্বরা। সেখানে মিছিল শুরুর আগেই একই বিদ্যালয়ের মাঠে জড়ো হতে থাকে বিজেপির যুব মোর্চার কর্মীরা স্বচ্ছ ভারত অভিযান করার নামে। দুই দলের উপস্থিতিতে উত্তেজনার পরিবেশ তৈরি হয় স্কুল প্রাঙ্গণ।
সিআরপিএফ, টিএসআর বাহিনী কল্যাণপুর থানার পুলিশ এবং তেলিয়ামুড়া থানার পুলিশের উপস্থিতিতে এক উত্তেজনার পরিবেশ তৈরি হয় গোটা এলাকায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় পুলিশকে সশস্ত্র রূপ নিতে এবং জলকামান এর ব্যবস্থা করতে হয়। যদিও ওই সময় কোন ধরনের অঘটন ঘটেনি। কল্যাণপুর মন্ডলের এক যুব নেতৃত্ব জানায় পুলিশ প্রশাসন থেকে ওই জায়গায় স্বচ্ছ ভারত অভিযান করার তাদের অনুমতি দেওয়া হয়েছিল তবে কেন একই জায়গায় পুলিশ প্রশাসন থেকে সিপিআইএমকে অনুমতি দেওয়া হল।
পরবর্তী সময়ে সিপিআইএমের নেতৃত্বরা সেখানে দাঁড়িয়ে ভাষণ সমাপ্তি করে মিছিল করতে করতে বাড়ি ফিরে আসে। এ ব্যাপারে বলতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন তেলিয়ামুড়া থানার পুলিশ এবং কল্যাণপুর থানার পুলিশ এর বৈধ অনুমতি থাকা সত্ত্বেও আজ সিপিআইএমের কর্মসূচি বানচাল করতে হলো তাদেরকে মিছিল এবং পথসভা করতে দেওয়া হয়নি। তবে রাজ্যের এই ধরনের পরিস্থিতি এবং বিরোধী দলগুলির কর্মসূচিকে বানচাল করার প্রয়াস প্রশাসনের মদত নিয়ে সেগুলি কোনোভাবেই কাম্য নয়। এর তীব্র বিরোধিতা করেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।