আগরতলার পুরাতন মোটরস্ট্যান্ডস্থিত আভা মার্কেটে আজ আধার সেবাকেন্দ্রের সূচনা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ এপ্রিল।। আগরতলার পুরাতন মোটরস্ট্যান্ডস্থিত আভা মার্কেটে আজ আধার সেবাকেন্দ্রের সূচনা হয়েছে। ভারত সরকারের ইলেকট্রনিক্স এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া এই আধার সেবাকেন্দ্রটি চালু করেছে। উত্তর পূর্বাঞ্চলের এটি অষ্টম আধার সেবাকেন্দ্র। এই আধার সেবাকেন্দ্রে প্রতিদিন ২৫০টি নতুন আধার কার্ড নথিভুক্ত করা যাবে। আজ সকালে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন এই আধার সেবাকেন্দ্রের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুয়াহাটিস্থিত ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটির আঞ্চলিক কার্যালয়ের অধিকর্তা অক্ষয় বেল ও গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকার তথা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার নোডাল অফিসার এস কে দাস।
আধার সেবাকেন্দ্রের উদ্বোধন করে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন জানান, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার গুয়াহাটিস্থিত আঞ্চলিক কার্যালয় এই আধার সেবাকেন্দ্রটি চালু করেছে। এই আধার সেবাকেন্দ্র চালু হওয়ার ফলে জনসাধারণ উপকৃত হবেন। তিনি বলেন, নতুন আধার কার্ড করা বা আধার কার্ড আপডেট করার চাহিদা রয়েছে। প্রথমে চারটি মেশিনে এখানে আধার কার্ড ও আধার কার্ড আপডেট করার কাজ শুরু হবে। তিনি বলেন, মহকুমা প্রশাসন থেকে আধার কার্ডের জন্য শিবিরের আয়োজন করা হচ্ছে। নির্দিষ্ট কোনও এলাকাতে আধার কভারেজ কম থাকলে এ ধরনের শিবির করা হয়। গুয়াহাটিস্থিত ইউনিক আইডেন্টফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার আঞ্চলিক কার্যালয় থেকে জানানো হয়েছে, আধার কার্ড করার জন্য বয়সের কোনও সীমা নেই। এখানে যে কেউ এসে আধার কার্ড করতে পারবেন বিনামূল্যে। তবে আধার কার্ডের নাম, ঠিকানা, লিঙ্গ, জন্মের তারিখ, মোবাইল নম্বর আপডেট করতে চাইলে ৫০ টাকা ফি দিতে হবে। তাছাড়া ফটো, ১০ আঙ্গুলের ছাপ, চোখের মণি আপডেট করাতে হলে ১০০ টাকা ফি দিতে হবে। শিশু জন্মের পর আধার কার্ড করার পর ৫ বছর ও ১৫ বছরে দু’বার বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে। আধার কার্ড ইস্যু হওয়ার পর যে কেউ এই সেবাকেন্দ্রে এসে আধার নম্বর ডাউনলোড করতে পারবেন। এজন্য তাকে ৩০ টাকা ফি দিতে হবে এবং তাকে আধার কার্ডের একটি রঙিন প্রিন্ট দেওয়া হবে। আজ প্রথম দিন এই আধার সেবাকেন্দ্রে ৮০ জন নতুন আধার কার্ডের জন্য নাম নথিভুক্ত করেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?