অনলাইন ডেস্ক, ২৬ এপ্রিল।। গুরুগ্রামের মানেসরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে রয়েছে ৩৫টি দমকলের ইঞ্জিন। সোমবার গভীর রাতে গুরুগ্রামের মানেসারে আবর্জনার স্তূপে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থল মানেসরের সেক্টর-৬। আগুন নেভানোর কাজ চলছে। আগুন লাগার এখনও জানা যায়নি। ঘটনায় এখনও পর্যন্ত সূত্রের খবর অনুযায়ী একজন মারা গেছে ও দুজন জখম হয়েছে। রাতেই আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশে পাশের এলাকায়। জোর কদমে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকমকর্মীরা।
প্রায় ৬ ঘণ্টা ধরে আগুন নেভাতে গিয়ে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। স্থানীয়দের নিরাপদে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় রয়েছে পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রাথমিক তদন্তে অনুমান, কয়েকজন মহিলা খোলা জায়গায় বসে রান্না করছিলেন। সেই সময় সেউ আগুন বাতাসের তীব্রতা কারণে ছড়িয়ে পড়ে। এর পরেই পাশে থাকা ঝুপড়িতে আগুন লেগে যায়। কয়েকটি গ্যাস সিলিন্ডার থেকে পর পর বিস্ফোরণের ঘটনা ঘটে।