স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৬ এপ্রিল।। চড়িলাম ব্লকের রামছড়া গ্রাম পঞ্চায়েতে গত ২৪ এপ্রিল পঞ্চায়েতিরাজ দিবস উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।
প্রধান অতিথির ভাষণে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, রাজ্য সরকার গ্রামীণ অংশের মানুষের আর্থসামাজিক মানউন্নয়নে প্রয়াস নিয়েছে। তাই রাজ্য সরকার চায় প্রকৃত সুবিধাভোগীরাই যাতে সরকারি সহায়তাগুলির লাভ নিতে পারে। স্বচ্ছতা বজায় রেখে সুবিধাভোগীদের কাছে সমস্ত ধরণের সরকারি সুবিধাগুলি পৌঁছে দিতে হবে। গ্রাম ভিত্তিক উন্নয়নের মূল কেন্দ্র হল পঞ্চায়েত কার্যালয়গুলি। রাজ্য I দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে গ্রামপঞ্চায়েতগুলিকে শক্তিশালী বানাতে হবে।
গ্রামপঞ্চায়েতগুলির উন্নয়নে সরকারি আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধিদের আরও সদর্থক মনোভাব নিয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামছড়া পঞ্চায়েত প্রধান শ্যামল দেবনাথ ও উপপ্রধান দিগ্বিজয় আধিকারী সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্য সদস্যগণ।