রাস্তার মাথা এলাকায় বিরল প্রজাতির প্রাণী উদ্ধার, নিয়ে গেল বন দপ্তর

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৬ এপ্রিল।। মঙ্গলবার সাত সকালে রাস্তার মাথা এলাকার লোকজন ওই এলাকায় এক বিরল প্রজাতির প্রাণীকে দেখতে পায়। খবরে জানা গেছে, রাস্তার মাথা এলাকার জনৈক স্বপন দাস-এর বাড়িতে স্থানীয়দের নজরে পড়ে বিরল প্রজাতির প্রাণীটি।

স্বপন দাস নিজেও একজন বনদপ্তর এর কর্মী। এই অদ্ভুত প্রাণীর ব্যাপারে বনকর্মী স্বপন দাস কে জিজ্ঞাসাবাদ করলে উনি সংবাদমাধ্যমকে জানান যে প্রাণীটি বাগদাস নামক একটি বিরল প্রজাতির প্রাণী। পরে এলাকাবাসীর সহায়তায় প্রাণীটিকে সিপাহীজলা অভয়ারন্যে নিয়ে যাওয়ার জন্য আটক করে বনকর্মী স্বপন দাস।

তিনি জানান তার বাড়ির আশপাশে চা বাগান রয়েছে, সেখান থেকেই হয়তো দলছুট হয়ে প্রাণীটি লোকালয়ে চলে এসেছে। তবে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রাণীটিকে দেখতে উৎসুক জনতা ভিড় জমায় বনকর্মী স্বপন দাসের বাড়িতে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?