স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৫ এপ্রিল।। উদয়পুর টাউন রাজারবাগ এলাকার বাসিন্দা চন্দন সরকারের বাড়ি থেকে বহুমূল্যবান প্রাচীন সন্তোষী মায়ের মূর্তি উদ্ধার করা হয়। ঘটনার বিবরণে জানা যায় উদয়পুর জগন্নাথ দীঘি খনন কার্যের সময় গত সেপ্টেম্বর মাসে এই মূর্তিটি পান চন্দন সরকার। মূর্তিটি পেয়ে উনার বাড়িতে নিয়ে আসেন। বিগত সাত মাস যাবৎ পূজার্চনা করে থাকেন। রবিবার সামাজিক মাধ্যমে সেই খবর ছড়িয়ে পড়তেই রাধাকিশোর পুর থানার পুলিশ রবিবার রাতে চন্দন সরকারের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে আর.কে পুর থানায় নিয়ে যায় ওসি বাবুল দাস এবং মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ সহ অন্যান্য পুলিশ কর্মীরা। চন্দন সরকার সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে জানান যে, জগন্নাথ দীঘি খনন কার্যের সময় পাওয়া এই মূর্তিটি সম্পর্কে উনি কর্তৃপক্ষকে জানিয়ে ছিলেন এবং এলাকাবাসী ও এই ব্যাপারে একমত। চন্দন সরকার সবাইকে জানিয়েই এই মূর্তিটি নিজের বাড়িতে রেখে ছিলেন। তবে হঠাৎ করেই সাত মাস পরে কে বা কারা রবিবার সকাল থেকে ওনাকে ফোন করে গ্রেফতারের হুমকি দিয়ে যাচ্ছিল।