অনলাইন ডেস্ক, ২৫ এপ্রিল।। সিনেমা, গান, টিভি নাটকের পর এবার মোবাইলে টিকটক ও পাবজির মতো অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে আফগানিস্তানের তালিবান সরকার। তাদের দাবি, এই ধরনের অ্যাপ দেশের যুব সমাজকে ভুল পথে পরিচালিত করছে। আফগানিস্তানের টেলিকম মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, বিনোদনের নামে কোনো রকম ‘অনৈতিক বিষয়’ প্রচার করা যাবে না। রবিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বৃহস্পতিবার আফগান মন্ত্রিসভায় এই অ্যাপ দুটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় আসার পর খবর এবং ধর্মীয় বিষয় ছাড়া অন্য কোনো কিছুই টেলিভিশনে দেখানো হয় না। ইন্টারনেট ব্যবহারেও রয়েছে নানা নিষেধাজ্ঞা। ৩ কোটি ৮০ লাখের এই দেশে মাত্র ৯০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া এখানে জনপ্রিয় হলেও দেশটিতে মাত্র ৪০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করেন।