স্টাফ রিপোর্টার, মোহনপুর, ২৫ এপ্রিল।। গ্রামীণ অংশের মানুষের আর্থসামাজিক মান উন্নয়নের উপর কেন্দ্র ও রাজ্যের বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে স্বাস্থ্য, শিক্ষা সহ সমস্ত পরিষেবা গিয়ে পৌঁছে সেই লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে চলেছে।
গতকাল মোহনপুর মহকুমার তারাপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ব্লকভিত্তিক স্বাস্থ্যমেলা, অন্নপূর্ণা উৎসব, বর্ষবরণ উৎসবের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। তিনি বলেন, একজন সুস্থ নাগরিক একটি সুস্থ সমাজ ও সুস্থ জাতি গঠনে বিরাট ভূমিকা নিতে পারে। ইচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব। মোহিনীপুর পঞ্চায়েত জাতীয় শিশু বান্ধব পুরস্কার পেয়ে বিষয়টি আবারও প্রমাণ করে দিয়েছে।
তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে। এই কাজে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশিস দাস। সভাপতিত্ব করেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীণা দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, খাদ্য ও জনসংভরণ দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, পঞ্চায়েত দপ্তরের অতিরিক্ত অধিকর্তা প্রসুন দে, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় শিশু বান্ধব পুরস্কার এবং আত্মনির্ভর ভারত রাষ্ট্রীয় গ্রাম স্বশক্তিকরণ পুরস্কার পাওয়ায় মোহনপুর ব্লকের মোহিনীপুর পঞ্চায়েতকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনায় ১০ জন সুবিধাভোগীকে বিনামূল্যে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়। মেলায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ১৬টি এবং ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের পক্ষ থেকে ৫টি স্টল খোলা হয়। মেলায় চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। আত্মনির্ভর ভারত সম্পর্কিত একটি আলোচনাসভাও মেলায় অনুষ্ঠিত হয়।