স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৫ এপ্রিল।। অঙ্গনওয়াড়িতে শিশুদের বরাদ্দকৃত খাবারে পাওয়া গেল প্লাস্টিকের চাল। ঘটনাটি চরিলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া রাজিব কলোনি এলাকার রাজিব কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত শিক্ষিকা সন্ধ্যা মল্লিক রায় গত শনিবার শিশুদের জন্য বরাদ্দকৃত মিড ডে মিলের চাল, ডাল অভিভাবকদের হাতে তুলে দিয়েছিলেন।
মিড ডে মিলের চাল ডাল সমস্ত অভিভাবক অভিভাবিকা নিজেদের বাড়িতে নিয়ে আসেন। তাদের মধ্যেই একজন অভিভাবিকা হলেন দীপান্বিতা শীল। উনি রবিবার সকালে মিড-ডে-মিল থেকে প্রাপ্ত চাল রান্না করতে গেলে দেখতে পান ওইখানে কিছু অন্য রকম দেখতে চাল রয়েছে। তখন উনি সন্দেহমূলক ভাবে ওই চাল রান্নার চেষ্টা করেন তারই ফলশ্রুতিতে বেরিয়ে আসে যে ওই চাল সেদ্ধ হচ্ছে না অর্থাৎ ওই চাল গুলি প্লাস্টিকের চাল। তখন সমগ্র এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্লাস্টিকের চালের বিষয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এই ব্যাপারে জনৈক এলাকাবাসীর সাথে কথা বললে উনি জানান, এর আগেও আরো একবার সংবাদমাধ্যমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের চাল এর মধ্যে প্লাস্টিকের চাল মিশিয়ে জালিয়াতি করার বিষয়টি জনগণের সামনে এসেছিল, তারই পুনরাবৃত্তি আবারো ঘটলো। এই ধরনের জালিয়াতির ফলে অভিভাবক মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে।