অনলাইন ডেস্ক, ২৫ এপ্রিল।। দুঃসময় যেন পিছু ছাড়ছে না বার্সেলোনার। মৌসুমের শেষদিকে এসে একের পর এক হারতে হচ্ছে কাতালান জায়ান্টদের।
লা লিগায় এবার জাভির দল ক্যাম্প ন্যুয়ে ১-০ গোলে হেরেছে রায়ো ভায়েকানোর বিপক্ষে। ঘরের মাটিতে এ নিয়ে টানা তিন ম্যাচে হারল বার্সা। প্রথমবারের মতো কোনো একক মৌসুমে নিজেদের মাঠে টানা এত বেশি ম্যাচে হার এটি তাদের।
হারের বৃত্তে বন্দী বার্সা ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে। ম্যাচের সপ্তম মিনিটে প্লাজোনের অ্যাসিস্টে ভায়েকানোকে এগিয়ে দেন গার্সিয়া রিভেরা। প্রথমার্ধে খোলসবন্দী কাতালোনিয়ানরা বিরতির পর গোল শোধের জন্য চেষ্টা করেছিল। কিন্তু পরিবর্তন এনেও সমতায় ফিরতে পারেনি বার্সা।
মৌসুমের শেষদিকে এসে টানা হারে হতাশ জাভি। শিরোপা জয়ের দৌড়ে সামনে থাকা রিয়াল মাদ্রিদকে এত দিন যা একটু অপেক্ষায় রাখতে পেরেছিল তারা, কিন্তু এখন লিগের সেরা চারে থাকাটায় শঙ্কার মুখে বার্সার।
এদিকে আর এক পয়েন্ট হলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে লস ব্লাঙ্কোসদের। ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। অন্যদিকে সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা। তবে তাদের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে সেভিয়া ও অ্যাতলেতিকো মাদ্রিদ। সেরা চারে জায়গা করে নেওয়া দৌড়ে আছে সদ্য কোপা দেল রে জেতা রিয়াল বেতিসও। যার জন্য বাকি পাঁচ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বার্সার।
পরিস্থিতি যে বার্সার জন্য কত কঠিন হয়ে উঠেছে তা জাভিই খোলাসা করলেন। ভায়েকানোর বিপক্ষে হারের পর স্প্যানিশ কোচ বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। আমরা এখন কঠিন পরিস্থিতিতে। আমরা এখনো সেরা চারে আছি। তবে আমরা আমাদের জীবনকে কঠিন করে ফেলেছি।’
জাভি বলেন, ‘আমাদের কাদিজকে হারানো উচিত ছিল। আর এই ম্যাচটাও যদি জিততাম তবে সেরা চারে থেকে মৌসুম শেষ করাটা প্রায় নিশ্চিত হতো।’