প্রধানমন্ত্রীর বাসভবনে এনসিপির তরফ থেকে হনুমান চালিশা পাঠ করার দাবি

অনলাইন ডেস্ক, ২৫ এপ্রিল।। হনুমান চালিশা নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। দুদিন আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবনে হনুমান চালিশা চালানোর কথা বলে বিতর্কের সৃষ্টি করেছিলেন স্বাধীন বিধায়ক নবনীত রানা ও রবি রানা। এরপর শিবসেনার কর্মী সমর্থকরা তাঁদের বাড়ি ঘেরাও করে। এহেন ঘটনাকে ঘিরে যথেষ্ট তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। এবার এই ঘটনা আরো নতুন মোড় নিল। এবার প্রধানমন্ত্রীর বাসভবনে হনুমান চালিশা পাঠ করার দাবি উঠল এনসিপির তরফ থেকে।

জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেত্রী ফাহমিদা হাসান এখন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে আনুষ্ঠানিকভাবে হনুমান চালিশা পাঠ করার ঘোষণা করেছেন। তিনি এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে হনুমান চালিশা ও অন্যান্য ঐশ্বরিক স্তোত্র পাঠ করতে চান। শুধু তাই নয়, টুইট করে নিজের চিঠিও লিখেছেন তিনি। এহেন ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক।

ফাহমিদা হাসান জানান, তিনি সব সময় নিজের বাড়িতে হনুমান চালিশা পাঠ ও দুর্গাপুজো করেন। কিন্তু দেশে যেভাবে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব বাড়ছে তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ ঘুম থেকে জাগিয়ে তোলা জরুরি হয়ে পড়েছে। ফাহমিদা বলছেন, রবি রানা ও নবনীত রানা যদি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রীর বাইরে হনুমান চালিসা পড়ে মহারাষ্ট্রের সুফল দেখতে পান, তাহলে দেশের উপকারের জন্য প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে গিয়ে হনুমান চালিসা-সহ নানা রকম প্রার্থনা করা প্রয়োজন।

প্রসঙ্গত, নবনীত রানা এবং তার স্বামী রবি রানা, যিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়ির বাইরে হনুমান চালিশা পড়ার কথা ঘোষণা করেছিলেন, তারা জেলে রয়েছেন। নবনীত রানাকে জেলের একটি পৃথক ব্যারাকে রাখা হয়েছে। এই মামলায় তার স্ত্রীও জেলে রয়েছেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?