অনলাইন ডেস্ক, ২৫ এপ্রিল।।শীর্ষ আদালতের নির্দেশ মেনে রবিবার আত্মসমর্পণ করলেন লখিমপুর খেরি কান্ডের মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র আশিস মিশ্র।
এলাহাবাদ হাই কোর্ট অভিযুক্ত আশিসের জামিনের নির্দেশ দিয়েছিল। কিন্তু গত সোমবার সুপ্রিম কোর্ট আশিসের জামিনের আবেদন বাতিল করে দেয়। সেই সঙ্গে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় আশিসকে। সময়সীমা পেরনোর আগেই আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন তিনি। গত বছরের ৩ অক্টোবর লখিমপুর খেরিতে আশিসের গাড়ির তলায় চাপা পড়ে কৃষি আইন বিরোধী বিক্ষোভকারী চার কৃষক এবং এক সাংবাদিকের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। এরপর পরবর্তী হিংসার জেরে প্রাণ হারান আরও চারজন।
যদিও আশিসের বাবা কেন্দ্রীয় মন্ত্রী অজয়ের দাবি ছিল ঘটনার সময় ওই গাড়িতে ছিলেননা আশিস। এমনকি তার সঙ্গীর বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ছিল। যার জেরে গত বছর ৯ অক্টোবর আশিসকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। তার কয়েক দিন পরেই উদ্ধার করা হয় তাঁর বন্দুক।
এলাহাবাদ হাই কোর্ট অভিযুক্ত আশিসের জামিন মঞ্জুর করলেও জামিন নাকচের আর্জি জানিয়ে নিহতদের পরিবার জায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট আশিস মিশ্রর জামিনের খারিজ করে আত্মসমপর্ণের নির্দেশ দেয়। সেই মোতাবেক আজ আত্মসমপর্ণ করলেন আশিস।