নতুন কৌশলে পাচার হচ্ছে গাঁজা, তেলিয়ামুড়া স্টেশনে উদ্ধার ৪৪ কেজি, শিশুসহ আটক পাঁচ

।। শিপন সরকার।। তেলিয়ামুড়া, ২৪ এপ্রিল।। তেলিয়ামুড়া পুলিশের জালে আটক বেশকিছু পরিমাণ শুকনো গাঁজা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তৃষাবাড়িস্থিত রেলওয়ে স্টেশন চত্বরে আটক একজন শিশু দুজন মহিলা এবং দুইজন পুরুষ।

জানা যায়, রবিবার বিকেল নাগাদ তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিটের কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে সন্দেহ ভাজন কিছু লোককে আটক করে তল্লাশি চালায়। আর এতেই বেরিয়ে আসে সাফল্য।

তল্লাশি কালে ট্রাফিক ইউনিটের পুলিশকর্মীরা আটক করা ওই যাত্রীদের কাছে থাকা শিশুর খেলনা পুতুল সহ সঙ্গে থাকার লাগিজ গুলোতে তল্লাশি চালিয়ে মোট ১৯ টি প্যাকেটে ৪৪ কেজি ৮০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে সঙ্গে আটক হয় পাচার কাণ্ডে জড়িত থাকা দু-জন মহিলা সহ একটি শিশুকন্যা ও দুই যুবককে।

আটককৃত গাঁজাগুলির বাজার মূল্য আনুমানিক দুলক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। গাঁজা পাচারে আটককৃতরা সোনামুড়া মহাকুমার বিভিন্ন এলাকার বাসিন্দা। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ট্রাফিক ডি.এস.পি বিক্রমজিৎ শুক্লদাস। এদিকে জানা গেছে ওই পাচারকারী গাঁজা পাচারে ব্যবহার করেছে একটি ছয় বছরের শিশু কন্যাকেও।

আরো জানা যায়, ওই শিশু কন্যার খেলনা পুতুলের ভেতরে করে বহিঃরাজ্য গুয়াহাটির উদ্দেশ্যে গাঁজা গুলি পাচারের প্রচেষ্টায় ছিল। কিন্তু তেলিয়ামুড়া ট্রাফিক দপ্তরের প্রচেষ্টায় গাঁজা পাচারে ব্যার্থ হয়েছে। পুলিশের হাতে আটককৃত দুই যুবকের নাম ইউসুফ মিয়া ও নায়িম হোসেন। এ বিষয়ে ট্রাফিক ডি.এস.পি বিক্রমজিৎ শুক্ল দাস জানায়, পাচারকারীরা রানী কমলাবতি এক্সপ্রেস রেল যোগে গাঁজাগুলো গুয়াহাটি পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

এদিকে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে তেলিয়ামুড়া রেল পুলিশের ভূমিকা নিয়েও। তেলিয়ামুড়া রেল পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আদতে কি রেল পুলিশের একাংশ কর্মীদের গোপন কোনো বোঝাপড়া রয়েছে ওই সব পাচারকারীদের সঙ্গে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?