পঞ্চায়েত শক্তিশালী হলেই দেশ শক্তিশালী হবে, জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ এপ্রিল।।পঞ্চায়েত শক্তিশালী হলেই দেশ শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পঞ্চায়েতরাজ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে। রাজ্যের বর্তমান সরকারও সেই উদ্যোগে সামিল হয়েছে।

জাতীয় পঞ্চায়েতীরাজ দিবস উদযাপন উপলক্ষে আজ পুরাতন আগরতলা ব্লকের উত্তর চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের বিশেষ গ্রামসভায় প্রধান অতিথির ভাষণে কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক একথা বলেন। পুরাতন আগরতলা ব্লক কার্যালয়ের হলঘরে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, জাতির জনক মহাত্মা গান্ধীও গ্রামের উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন।

তিনি বলেছিলেন, ভারতকে দেখতে হলে গ্রামে যেতে হবে। বর্তমান কেন্দ্রীয় সরকার সেই লক্ষ্যেই কাজ করে চলেছে। প্রত্যেক অংশের মানুষকে সঙ্গে নিয়ে গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন কিভাবে করতে হয় তা দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখিয়ে দিয়েছেন।

কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি পঞ্চায়েতকে তার প্রয়োজনীয়তা ও প্রাপ্ত সম্পদের উপর নির্ভর করে গড়ে তুলতে হবে। যে পঞ্চায়েতে যেটা দরকার তা অগ্রাধিকারের ভিত্তিতে করতে হবে। তিনি বলেন, টাকা দিয়ে সম্পদ তৈরি হয় না মানসিকতা দিয়ে সম্পদ তৈরি হয়।

স্থায়ী সম্পদ সৃষ্টি করাই হলো পঞ্চায়েতের মূল লক্ষ্য৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির দিকে বিশেষ নজর দেওয়ার জন্যও তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব বলেন, পঞ্চায়েতগুলিকে কিভাবে সুন্দরভাবে গড়ে তোলা যায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

স্বনির্ভর গড়ে তুলতে হলে পঞ্চায়েতগুলির উপর বিশেষ জোর দিতে হবে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল। স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা দাস।

অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতির হাতে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত স্বশক্তিকরণ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সহসভাধিপতি হরিদুলাল আচার্য, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য, পুরাতন আগরতলা ব্লকের বিডিও পামেলা সাহা প্রমুখ।

জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার পান্নি গ্রামে আজ জাতীয় পঞ্চায়েতীরাজ দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ভাষণ দেন তা সরাসরি এই অনুষ্ঠানে দেখানো হয়। তাছাড়াও প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান সরাসরি দেখানো হয়।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?