স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ এপ্রিল।। মিউজিক কলেজে উত্তীর্ণ শিক্ষার্থীদের চাকরির দাবি।
অন্যান্য ডিগ্রী কলেজের মতো, শিক্ষার্থীরা প্রতি বছর ত্রিপুরার একমাত্র মিউজিক কলেজ থেকে পাস করে, কিন্তু কোনো সরকারই সরকারি স্কুলে সঙ্গীত শিক্ষকের প্রয়োজন অনুভব করেনি। ফলে সঙ্গীত কলেজের পাস আউট প্রার্থীদের মধ্যে ব্যাপক বেকারত্ব দেখা দিয়েছে। আজ মিউজিক কলেজের পাস আউটরা সাংবাদিক বৈঠক করে অন্যান্য বিষয়ের শিক্ষকদের মতো সঙ্গীত শিক্ষকের নিয়োগের দাবি জানান। তারা বলেন, অন্যান্য শিক্ষার্থীদের মতো, মিউজিক কলেজের শিক্ষার্থীরাও কঠোর পরিশ্রম এবং একটি ভাল ক্যারিয়ারের জন্য তাদের সময় ব্যয় করে তাদের পড়াশোনা শেষ করেছে।
তবে এখনও পর্যন্ত সরকার এই বিভাগের কর্মসংস্থানের বিষয়ে আন্তরিক নয়। চাকরিপ্রত্যাশীরা জানান, তাদের নিয়োগ না হলে ভবিষ্যতে শিক্ষার্থীরা মিউজিক ডিগ্রিতে পড়তে আগ্রহী হবে না। তারা দাবি করেছে TRBT-এর শূন্য পদ বাড়ানো উচিত এবং বিদ্যাজ্যোতির অধীনে সঙ্গীত শিক্ষকের পদ সৃষ্টি করা, কলেজগুলিতে একটি বিষয় হিসাবে সঙ্গীত চালু করতে হবে, নতুন শিক্ষানীতি অনুসারে স্কুলব্যাপী সঙ্গীত শেখানো উচিত বলেও তারা অভিমত প্রকাশ করেন।