স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৩ এপ্রিল।। দীর্ঘদিন ধরে ধর্মনগরে ছিনতাই বাজদের প্রকোপ প্রচণ্ড হয়ে উঠেছে। ধর্মনগর শহরের অলিতে গলিতে এমনকি পুলিশের নাকের ডগায় কিছুদিন ধরে ঘটে যাচ্ছিলো নিত্য নতুন কায়দায় চুরি ছিনতাই এর মত ঘটনা। গত ১৬ই এপ্রিল বিকাল তিনটা থেকে চারটার মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে যখন রামকৃষ্ণ ভান্ডারের একটি গাড়ি তাদের মাল সরবরাহ করেছিল, এই সুযোগকে কাজে লাগিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে কতিপয় ছিনতাইকারী। সেদিনই ধর্মনগর থানায় মামলা দায়ের করা হয়।
ধর্মনগর থানার পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজকে সঙ্গী করে ঘটনার তদন্তে নামে। তদন্তে তাদের কাছে এখন পর্যন্ত দুজন ধরা পড়ে, একজন সানি যাদব ও আরেকজন অমর যাদব, দুজনের বাড়ি বিহার রাজ্যে। ধর্মনগর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার শিবু রঞ্জন দে জানান জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের কাছ থেকে অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে। এখন পর্যন্ত যা বেরিয়ে এসেছে তা হল বিহার থেকে একটি দল এসে রাজ্যের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ছিনতাই বাজি করে যাচ্ছে।