অনলাইন ডেস্ক,২২ এপ্রিল।। পিয়েরে-এমেরিক অউবামেয়াংয়ের একমাত্র গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে বার্সেলোনা। তবে এই জয়ে সন্তুষ্ট নন ক্যাম্প ন্যুর কোচ জাভি।
সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে জিতেছে বার্সা। ১১তম মিনিটে সাবেক ম্যানচেস্টার সিটি তারকা ফেরান তোরেসের ক্রসে গোলপোস্টের খুব কাছ থেকে হেডে জাল খুঁজে নেন অউবামেয়াং। লা লিগায় ১১তম ম্যাচ খেলতে নেমে ৯ম গোল পেলেন আর্সেনালের সাবেক গেবানিজ ফরোয়ার্ড।
এই জয়ে ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে কাতালান জায়ান্টরা। যেখানে এক ম্যাচ বেশি খেলে শিরোপার নিশ্বাস দূরত্বে দাঁড়িয়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান ১৫।
তবে সোসিয়েদাদের বিপক্ষে কষ্টার্জিত তিন পয়েন্ট আদায় করেও সন্তুষ্ট নন জাভি। তিনি জানান, এই জয় বার্সার ভবিষ্যতের জন্য ভালো হলেও তার দল ভালো খেলেনি।
শুরুতে গোল হজম করার পর বেশ কয়েকটি আক্রমণ চালায় সোসিয়েদাদ। পুরো ম্যাচে ৫৬ পয়েন্ট বল দখলে রেখে পাঁচটি টার্গেট শট নেয় তারা। যেখানে বার্সার শট মাত্র একটি।
জিতলেও আক্রমণভাগের এমন হতশ্রী পারফরম্যান্সে হতাশ জাভি, ‘তিন পয়েন্ট নিয়ে আমি সন্তুষ্ট। দলের ভবিষ্যতের জন্য এটা গুরুত্বপূর্ণ জয়।’
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্যাম্প ন্যুর কোচ আরও বলেন, ‘আমি এই ম্যাচ নিয়ে সন্তুষ্ট নই। দ্বিতীয়ার্ধে আমরা ভুগেছি। আমাকে সৎ হতে হবে এবং আত্ম-সমালোচনা করতে হবে। আমরা ভালো খেলিনি এবং আমাদের উন্নতি দরকার।’