চিকিৎসক কি ধর্ম দেখবেন নাকি তিনি রোগীর রোগ নির্নয় করে ওষুধ দেবেন?

অনলাইন ডেস্ক,২২ এপ্রিল।। চিকিৎসক কি ধর্ম দেখবেন নাকি তিনি রোগীর রোগ নির্নয় করে ওষুধ দেবেন? এই প্রশ্নে জেরবার বাংলাদেশের হোমিওপ্যাথি শিক্ষার কলেজ কর্তৃপক্ষ। অভিযোগ, চিকিৎসকদের পরীক্ষার প্রশ্নপত্রে ধর্মীয় উস্কানি দেওয়া হয়েছে।

কুমিল্লা ‘হ্যানিম্যান হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের’ চতুর্থ বর্ষের চিকিৎসা আইন বিষয়ের প্রশ্নপত্রে ‘হিন্দুদের ধর্মীয় গোড়ামী’ নিয়ে প্রশ্ন এসেছে। অভিযোগ, এমন প্রশ্ন দিয়ে দেশটির সংখ্যালঘুদের ছোট করা হচ্ছে।

তীব্র বিতর্কের মাঝে ভুলের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম। তিনি ফেসবুক পেজে ক্ষমা চান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে পড়েছে। প্রশ্নপত্র প্রণয়নের সাথে জড়িত সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কলেজ অধ্যক্ষ শুক্রবার জানিয়েছেন।

কুমিল্লার পুরাতন চৌধুরীপাড়া হ্যানিম্যান হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চতুর্থ বর্ষের চিকিৎসা আইন বিষয়ের পরীক্ষা ছিল গত বুধবার (২০ এপ্রিল)। পরীক্ষার প্রশ্নপত্রে ৮নং সংক্ষিপ্ত প্রশ্নটি ছিল: ‘সংক্ষেপে লিখ: (ক) ভার্জিনিটি। (খ) ধুতরার বিষক্রিয়া। (গ) গর্ভপাত। (ঘ) হিন্দুদের ধর্মীয় গোড়ামী। (ঙ) যৌন অপরাধ।’

কয়েকজন পরীক্ষার্থী জানান, তাৎক্ষণিকভাবে দায়িত্বরত শিক্ষকদের অবহিত করেন। শিক্ষকরা বিষয়টি অধ্যক্ষকে জানান। এরপর শিক্ষকরা ‘ঘ’ প্রশ্নটি এড়িয়ে যাওয়ার জন্য পরীক্ষায় অংশগ্রহণকারীদের নির্দেশ দেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনার শুরু হয়। এ অবস্থায় বৃহস্পতিবার । কলেজটির অধ্যক্ষ তার ফেসবুক পেইজে ক্ষমা চেয়ে পোস্ট করেন।

অধ্যক্ষা সাইফুল ইসলাম লিখেছেন, ‘সকল হিন্দু ধর্মাবলম্বীদের বিনয়ের সাথে জানাচ্ছি যে, গতকাল হ্যানিম্যান হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষার চতুর্থ বর্ষের চিকিৎসা আইন বিষয়ের প্রশ্নপত্রে ছাপার ভুলবশত আট নং প্রশ্নের ঘ এ হিন্দুদের ধর্মীয় গোঁড়ামি লেখা হয়েছে বিষয়টি গতদিন দেখার পর আমি পরীক্ষার্থীদের এই প্রশ্নটি এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছি এবং কলেজের নোটিশ বোর্ডে এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছি। এই ছাপার ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। অধ্যক্ষ- হ্যানিম্যান হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ কুমিল্লা।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?