স্টাফ রিপোর্টার, আমবাসা, ২২ এপ্রিল।। শুক্রবার সাতসকালে আমবাসায় ৮ নং জাতীয় সড়কে আটকে পড়ে প্রচুর সংখ্যক গাড়ি। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে জাতীয় সড়কের আমবাসা ও লংতরাইভ্যালি মহাকুমার সীমান্তবর্তি এলাকায় দুটি গাড়ি বিকল হয়ে পড়। যার কারণে জাতীয় সড়ক দিয়ে যান চলাচল ব্যাহত হয়। গাড়ি বিকল হওয়ার পরিপ্রেক্ষিতে রাস্তার দুদিকে আটকে পড়ে প্রচুর সংখ্যক গাড়ি। ঘটনার খবর পেয়ে সকালে আমবাসা ট্রাফিক দপ্তরের কর্মী সহ আধিকারিকরা ছুটে যায় ঘটনাস্থলে। পরবর্তী সময় একটি দুটি করে গাড়ি যাতায়াতের ব্যবস্থা করে। কিন্তু তাতেও সমস্যার সমাধান হচ্ছে না কারণ রাস্তার দুদিকে প্রচুর সংখ্যক গাড়ি দাঁড়িয়ে পড়েছে। যদিও ইতিমধ্যেই বিকল হওয়া গাড়িগুলি সারাইয়ের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গাড়ি গুলি সারাই করা হলে স্বাভাবিক ছন্দে ফিরে আসবে জাতীয় সড়ক। জাতীয় সড়ক স্বাভাবিক ছন্দে ফিরে আসতে কত সময় লাগে সেটাই এখন দেখার বিষয়।