অনলাইন ডেস্ক,২২ এপ্রিল।। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, দ্রুত ইউক্রেনে ‘ঘোস্ট’ ড্রোন পাঠানো হবে। এই ড্রোনগুলো মাটির অনেকটা উপর থেকে কাজ করতে পারে।
সাধারণত, ড্রোন যে উচ্চতা থেকে কাজ করে, তা মাটি থেকে দেখা যায়। ফলে ড্রোন এলে মাটিতে থাকা সেনা সতর্ক হয়ে যায়।
যুক্তরাষ্ট্র যে ড্রোন পাঠানোর কথা বলেছে, তা এমন উচ্চতা থেকে কাজ করতে পারে, যা সহজে নজরে পড়ার কথা নয়। সে কারণেই একে ভূত ড্রোন বলা হচ্ছে।
এই ড্রোনের সাহায্যে একদিকে যেমন নজরদারি চালানো যায়, তেমনই প্রতিপক্ষের উপর আক্রমণও চালানো যায়।
নতুন এই ড্রোন ইউক্রেনের চলমান যুদ্ধে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।
ইউক্রেনের জন্য আমেরিকা এই ড্রোন নতুন করে ডিজাইন করেছে বলে মার্কিন সামরিক বিভাগের দাবি।
নতুন মার্কিন সামরিক পরিকল্পনা
ইউক্রেনের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে নতুন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার জন্য জার্মানিতে আসার কথা রয়েছে মার্কিন সেনাপ্রধানের।
সেখানে ইউরোপ-সহ একাধিক দেশের সামরিক প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করবেন। ফ্রাঙ্কফুর্টের কাছে একটি সামরিক ঘাঁটিতে এই বৈঠক হওয়ার কথা।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই মুহূর্তে ইউক্রেনের পরিস্থিতি কী তা খতিয়ে দেখে তাদের আর কীভাবে সাহায্য করা যায়, সে বিষয়ে আলোচনা হবে ওই বৈঠকে।
কোনো কোনো মহলের ধারণা, সরাসরি ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া হবে কি না, সে বিষয়েও ওই বৈঠকে আলোচনা হতে পারে।