নিশ্চিন্তপুর রেল স্টেশনের কাজ পরিদর্শন করলেম কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল দানভে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ এপ্রিল।। আগরতলা-আখাউড়া রেলওয়ে লিংক প্রোজেক্টের ভারতের দিকের কাজ এবছরের ডিসেম্বর মাস নাগাদ শেষ হয়ে যাবে। আজ সকালে এই প্রজেক্টের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নিশ্চিন্তপুর রেল স্টেশনের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল দানভে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই প্রজেক্টের কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ ব্যক্ত করেন। তিনি বলেন, এই রেল রুট চালু হয়ে গেলে ভারত-বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনেকটা সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে। তাছাড়া এ রাজ্যের মানুষ বাংলাদেশের উপর দিয়ে ১৬ ঘণ্টায় কলকাতা পৌছাতে পারবেন। ফলে মানুষের সময় এবং অর্থ উভয়ই সাশ্রয় হবে। এখন ট্রেনে লাগে প্রায় ৪৮ ঘন্টা। কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে যাত্রীবাহী ট্রেন মিটারগেজে এবং মালবাহী ট্রেন ব্রডগেজে চলাচল করবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সাল থেকে উত্তর-পূর্বাঞ্চলের প্রত্যেকটি রাজ্যের রাজধানীর সাথে নয়া দিল্লির সরাসরি রেলের মাধ্যমে যোগাযোগ স্থাপনের জন্য কাজ করে আসছেন। এই লক্ষ্যে ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়ে গেছে। বাকি কাজ আগামী ২০২৪ এর মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। তিনি আরও বলেন, রাজ্যের রেললাইন ডাবল লেনে উন্নীত করার ব্যাপারে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে তার কথা হয়েছে। তিনি এর যৌক্তিকতা স্বীকার করে এ প্রস্তাবকে রেল বোর্ডের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন। অচিরেই এ সম্পর্কিত সার্ভের কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিন পরিদর্শনকালে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশের সীমান্ত বাহিনীর জওয়ানদের সাথেও মতবিনিময় করেন এবং সীমান্তের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। পরিদর্শনকালে বিএসএফ, উত্তর পূর্ব সীমান্ত রেল ও রাজ্য পরিবহণ দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?