অনলাইন ডেস্ক,২২ এপ্রিল।। জনি ডেপকে ছাড়া ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ যেন ভাবাই যায় না। মানহানি মামলায় হেরে যাওয়ার পরে জনি ডেপকে এই ফ্র্যাঞ্চাইজি ছাড়তে বাধ্য করা হয়েছিল। এবার জনি ডেপই বললেন, ‘৩০০ মিলিয়ন ডলার দেয়া হলেও তিনি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজিতে কাজ করবেন না।’
জানালেন এই অভিমানের পেছনের কারণও। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন জনি ডেপ। মামলাটির বিচার কার্যক্রমের অংশ হিসেবে গেল মঙ্গলবার থেকে জনি ডেপের সাক্ষ্য গ্রহণ চলছে ভার্জিনিয়ায়। বুধবারও চলেছে এই কার্যক্রম। জানা গেছে নতুন অনেক তথ্য।
জনি ডেপ জানিয়েছেন অ্যাম্বার হার্ড তাকে ফাঁসিয়ে দেয়ার জন্য প্রযুক্তির সহায়তায় মিথ্যা ছবি বানিয়েছেন। শুধু তাই নয়, অ্যাম্বার জনির হাতে মদের বোতল ছুড়ে মেরেছিলেন। আঙুলে আঘাত পাওয়ার প্রমাণও আছে অভিনেতার কাছে।
তিনি আরও বলেন, জনি ডেপের বিরুদ্ধে অ্যাম্বার অভিযোগ তোলার পরে, ডিজনি তাকে জোর করেই ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দিয়েছে। নিজেদের সম্মান রক্ষা করার জন্য ডিজনি এই কাজ করেছে বলে জানান জনি ডেপ।
অভিনেতা জানান, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ চরিত্রে আর কখনই ফিরবেন না তিনি। ডিজনি যদি ৩০০ মিলিয়ন ডলার দেয়ার প্রস্তাবও দেয়, তবুও তিনি রাজি হবেন না।
প্রায় ১৪ বছর ধরে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’র পাঁচটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবির শেষ সিরিজ ‘ডেড মেন টেল নো টেলস’ মুক্তি পেয়েছে ২০১৫তে।