অনলাইন ডেস্ক,২২ এপ্রিল।। ৫ থেকে ১২ বছর বয়সিদের টিকাকরণের জন্য কোরবেভ্যাক্সকে (Corbevax) ছাড়পত্র দিল ডিসিজিআই। সম্প্রতি রাজধানী দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। শিশুদের মধ্যে করোনা বাড়তেই সক্রিয় হল স্বাস্থ্যমন্ত্রক।
মারণ ভাইরাস থেকে রক্ষা করতে এবার ৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ কমিটি ৫ থেকে ১২বছর বয়সি শিশুদের জরুরি টিকাকরণের জন্য কোরবেভ্যাক্সকে অনুমোদন দিয়েছে।
হায়দরাবাদের সংস্থা বায়োলজিক্যাল-ই এই ভ্যাকসিন তৈরি করেছে। তবে কবে থেকে শিশুদের এই ভ্যাকসিন দেওয়া হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
ভারতে ৫ থেকে ১২ বছর বয়সিদের উপর প্রয়োগের জন্য এটাই প্রথম ভ্যাকসিন। ৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের এই ভ্যাকসিন দেওয়া হলে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আরও সহজ হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
ইতিমধ্যেই দেশের শিক্ষাক্ষেত্রকে স্বাভাবিক করতে ১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য কয়েক মাস আগেই টিকায় ছাড়পত্র দেওয়া হয়েছে। এবার ৫ থেকে ১২ বছর বয়সিদের উপর কোরবেভ্যাক্স ব্যবহার করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্যমন্ত্রক।
অনেকেই মনে করছেন, স্কুল খোলার পর দিল্লিতে ৫ থেকে ১২ বছর বয়সিদের মধ্যে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। সে কারণেই ডিসিজিআই দ্রুত কোরবেভ্যাক্সকে ছাড়পত্র দিল।