স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ এপ্রিল।। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে এই প্রথম হৃদরোগীর হৃদযন্ত্রে ঝুঁকিপূর্ণ ও জটিল প্রাথমিক অ্যাঞ্জিওপ্লাস্টি সফলভাবে সম্পন্ন হয়। রোগী এখন সুস্থ হয়ে বাড়িতে। এই সফল অ্যাঞ্জিওপ্লাস্টি সম্পন্ন হওয়ায় রোগীর পরিবার পরিজনেরা আনন্দিত ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞ।
সম্প্রতি বিশালগড়ের বাসিন্দা ৫৫ বছর বয়স্ক এক ভদ্রলোক বুকে ব্যাথা নিয়ে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষায় দেখতে পান উনি তীব্র হৃদরোগে আক্রান্ত ও উনার হৃদস্পন্দন ছিল প্রতি মিনিটে ১৪-১৫ এবং হৃদযন্ত্রে ব্লকেজও ছিল। ফলে জিবিপি হাসপাতালের কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি অ্যান্ড ইন্টারভেনশনাল ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসকগণ দ্রুত উনার হৃদযন্ত্রে প্রাথমিক করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি সহ একটি স্ট্যান্ট বসানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।
গত ২৮ মার্চ জিবিপি হাসপাতালের কার্ডিওলজিস্ট ডাঃ অনিন্দ্য সুন্দর ত্রিবেদী দীর্ঘ দেড় ঘন্টা ধরে তার হৃদযন্ত্রে ঝুঁকিপূর্ণ ও জটিল অ্যাঞ্জিওপ্লাস্টি করেন। এই প্রক্রিয়ায় ডাঃ অনিন্দ্য সুন্দর ত্রিবেদীর সঙ্গে ছিলেন অ্যানেসথেসিওলজিস্ট ডাঃ সুরজিৎ পাল, ক্যাথল্যাব টেকনিশিয়ান সঞ্জয় ঘোষ, ক্যাথল্যাব নার্স দেবব্রত দেবনাথ, প্রাণকৃষ্ণ দেব ও অমৃত মুড়াসিং এবং ইকো টেকনিশিয়ান ছিলেন কিষাণ রায়। রোগীর অবস্থার উন্নতি হওয়ায় গত ৬ এপ্রিল তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।