স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ এপ্রিল।। জিবি বাজার এলাকার অবৈধ পার্কিং নিয়ে হঠাৎ সক্রিয় ট্রাফিক পুলিশ। মঙ্গলবার সকাল থেকে ট্রাফিক কর্তারা জিবি বাজার এলাকার অবৈধ পার্কিং নিয়ে হঠাৎ সক্রিয় হয়ে উঠেন।
ডিএসপি’র উপস্থিতিতে রাস্তায় দাঁড় করানো গাড়ি-বাইক আটক করে জরিমানা আদায় করা হয়। স্বাভাবিকভাবে হঠাৎ ট্রাফিক দফতর সক্রিয় হয়ে উঠায় যান চালকরা বেকায়দায় পড়ে যান। তবে স্থানীয় ব্যবসায়ীরা বলেছে, পুলিশ প্রশাসনের এই ধরনের উদ্যোগ সবসময় থাকে না, থাকলে ভালো হয়।
কারণ, প্রতিদিন বহু যানবাহন ওই বাজারে যত্রতত্র পার্কিং করে রাখা হয়, তাতে যানজট লেগেই থাকে। তবে যান চালকদের কয়েকজনের অভিযোগ যাত্রীসাধারণ নির্দিষ্ট জায়গায় গিয়ে অটো কিংবা অন্য গাড়িতে উঠেন না। তাতে সমস্যা হয়।