স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ এপ্রিল।। হাসপাতালের মেঝেতে কাতরাতে কাতরাতে যুবকের মৃত্যু! ঘটনাটি ঘটেছে বিশালগড়ে। স্নাগবাদ সূত্রে জানা গেছে, সোমবার রাতে আমতলি থানাধীন দারোগাবাড়িতে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন চাম্পামুড়ার অমল ভৌমিক (৩০)।
দমকল বাহিনী তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে আসে। তাকে জিবি হাসপাতালে রেফার করা হলেও কোনও পরিজন না থাকায় বিশালগড় হাসপাতালের মেঝেতেই পড়ে থাকেন অমল।
প্রায় এক ঘণ্টা পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘটনায় ফের হাসপাতালে কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নের মুখে। পারে পুলিশ গিয়া ঘটনার তদন্ত করেছে। এই বেপারে পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে।