অনলাইন ডেস্ক,১৯ এপ্রিল।। ফের শিরোনামে উঠে এল যোগী রাজ্যের নাম। আবারও এক দলিত সম্প্রদায়ের যুবকের ওপর নিপীড়নের ঘটনা প্রকাশ্যে এল। উত্তরপ্রদেশের রায়বরেলিতে এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে যা মানবতাকে লজ্জা দিয়েছে। এখানে, কিছু যুবক প্রথমে এক দলিত ছাত্রকে মারধর করে এবং তারপরে তাকে দিয়ে পা চাটায়। সেই ঘটনায় ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।
নির্যাতিত দলিত ছাত্রটি স্থানীয় এক স্কুলের দশম শ্রেণিতে পড়ে। রায়বরেলির পুলিশ সুপার শ্লোক কুমার জানিয়েছেন, যে স্কুলে নির্যাতিতা দলিত ছাত্রী পড়ে। সমস্ত যুবক একই স্কুল থেকে পাস করেছে। অভিযোগ, কিছু যুবক ওই দলিত যুবকের কাছ থেকে জোর করে চাঁদাবাজি করছিল। কিন্তু ছাত্রটি আর মাথা নত করতে রাজি ছিল না।
এরপর অমানবিক আচরণের শিকার হতে হয় ওই ছাত্রকে। তারা প্রথমে ওই নাবালক ছাত্রকে মারধর করে, তারপর পা চাটায়। তারপরই এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই, জেলা পুলিশ প্রধান পদক্ষেপ গ্রহণ করেন এবং নিগৃহীত যুবককে খুঁজে বের করার জন্য এবং ব্যবস্থা গ্রহণের জন্য ৫ টি দল গঠন করেন। পুলিশ শীঘ্রই সাত অভিযুক্তকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে ১০ এপ্রিল ঘটনাটি ঘটেছিল। দলিত যুবকের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরেই পুলিশ পদক্ষেপ করে। এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে অনেকেই উচ্চবর্ণের।
এসপি জানিয়েছেন, এই ঘটনায় মূল অভিযুক্ত নাবালক এবং তাকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। অন্য ছয়জনের নাম অভিষেক, বিকাশ পাসি, মহেন্দ্র কুমার, হৃত্বিক সিং, অমন সিং ও যশ।