অনলাইন ডেস্ক,১৯ এপ্রিল।। বৃহস্পতিবার নবম শিখ গুরু তেগ বাহাদুরের ৪০০ তম আবির্ভাব দিবস। এই উপলক্ষে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রকাশ করা হবে ডাকটিকিট এবং স্মারক মুদ্রাও। কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রক জানিয়েছে আজাদি কা অমৃত মহোৎসব এর অংশ শিখ গুরু তেগ বাহাদুরের জন্মদিবস পালন।
উল্লেখ্য, দেশের প্রধানমন্ত্রীরা সাধারণত স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসেই লাল কেল্লায় দেশের পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। তবে সেই রীতি ভেঙে গুরু তেগ বাহাদুরের জন্মবার্ষীকিতে লাল কেল্লা থেকে ভাষণ দেবেন মোদি।
৪০০ রাগী ( শিখ সঙ্গীতকার) সঙ্গীতপরিবেশন করবেন। আমন্ত্রণ জানানো হবে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও। দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরাও এইদিন অংশ নেবেন অনুষ্ঠানে।