স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৮ এপ্রিল।। চড়িলাম ব্লকের লীলা দেব স্মৃতি কমিউনিটি হল প্রাঙ্গনে আজ চড়িলাম ব্লকভিত্তিক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য মেলা উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। তিনি স্বাস্থ্যমেলা উপলক্ষে স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন স্টলগুলি ঘুরে দেখেন। স্টল পরিদর্শনের সময় সিপাহীজলা জিলা পরিষদের সহ সভাধিপতি পিন্টু আইচ, চড়িলাম ব্লকের বিডিও জয়দ্বীপ চক্রবর্তী, চড়িলাম পঞ্চায়েত সমতির সদস্য রাজ কুমার দেবনাথ, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। উপমুখ্যমন্ত্রী মেলা উপলক্ষে আয়োজিত ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন। বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে ও চড়িলাম ব্লকের সহযোগিতায় আয়োজিত স্বাস্থ্যমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিপাহীজলা জিলা পরিষদের সহ সভাধিপতি পিন্টু আইচ। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার মানুষের স্বাস্থ্য পরিষেবা প্রদানে নতুন নতুন কর্মসূচি গ্রহণ করছে। গ্রামের মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে প্রতিটি ব্লক এলাকায় এধরণের স্বাস্থ্যমেলার আয়োজন করা হচ্ছে। এই পরিষেবা গ্রহণ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সিপাহীজলার জিলা পরিষদের সদস্যা কাকলী দেব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চড়িলাম বিএসি’র চেয়ারম্যান জকলু দেববর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর চড়িলাম গ্রামপঞ্চায়েতের প্রধান অঞ্জনা সরকার, বিশ্রামগঞ্জ গ্রামপঞ্চায়েতের প্রধান সুধাংশু দাস বৈষ্ণব, চড়িলাম পঞ্চায়েত সমিতির সদস্য রাজকুমার দেবনাথ, সিপাহীজলা জেলার জেলা ইম্যুনাইজেশান অফিসার ডা. অরিজিত সিনহা, বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. পুজা দেব প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাখী দাস কর। স্বাগত বক্তব্য রাখেন বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. অমিত চৌধুরী। একদিনের স্বাস্থ্যমেলাতে ব্লক এলাকার ২৫০ জন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। ১৪ জনকে আয়ুষ্মান কার্ড এবং ৫২ জনকে হেলথ ইনসুরেন্স কার্ড দেওয়া হয়। মেলা উপলক্ষে স্বাস্থ্যবিষয়ক উন্মুক্ত ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীগন।