ফের শিরোনামে মহারাষ্ট্র নবনির্বান সেনা প্রধান রাজ ঠাকরে

অনলাইন ডেস্ক, ১৩ এপ্রিল।।ফের শিরোনামে উঠে এলেন মহারাষ্ট্র নবনির্বান সেনা প্রধান রাজ ঠাকরে। সাম্প্রতিক সময়ে তিনি মসজিদ থেকে লাউডস্পিকার সরিয়ে নেওয়ার বিষয়টি উত্থাপন করেছিলেন, আর যার পরেই দেশ জুড়ে বিতর্কের ঝড় শুরু হয়।

মঙ্গলবার এমএনএস প্রধান বলেন, আগামী ৩ মে পর্যন্ত মহারাষ্ট্রে সব মসজিদের লাউডস্পিকার বন্ধ রাখতে হবে। অন্যথায় আইন বিরুদ্ধ পদক্ষেপ করতেও যে তিনি পিছপা হবেন না বলে সাফ জানিয়েছেন তিনি।

তিনি জানান, ‘লাউড স্পিকারের জন্য শিশুদের যেন কোনোরকম অসুবিধা না হয়। আমার বিরুদ্ধে ইতিমধ্যে ১২৫টি মামলা রয়েছে। যদি মুসলিম মানুষদের নামাজ পড়তেই হয়, তাহলে রাস্তায় নয়, নিজের বাড়িতেই করুন। ৩ তারিখ ঈদ, ততদিনে লাউড স্পিকার না সরালে হনুমান চল্লিশা বাজানো হবে সর্বত্র। এটি একটি সামাজিক বিষয়, কোনো ধার্মিক বিষয় নয়। আমরা আমাদের বক্তব্য থেকে পিছ পা হবো না। সরকারের যা করার করে নিক।’

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ ঠাকরে জানান, তিনি দাঙ্গা চান না। অশান্তিও নয়। কারও প্রতি ঘৃণা নেই তাঁর। কিন্তু ১২ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত মহারাষ্ট্রের সমস্ত মসজিদে এই নিয়ম চালু করতে হবে। এর জন্য সমস্ত মৌলবিকে ডেকে বোঝাতে হবে সরকারকে। তিনি বলেন, ‘ মহারাষ্ট্র সরকারের স্বরাষ্ট্র দফতরের কাছে আমার অনুরোধ, আমরা কোনও দাঙ্গা চাই না, কোনও বিদ্বেষ চাই না, মহারাষ্ট্রের শান্তি বিপন্ন করতে চাই না। কিন্তু আজ ১২ তারিখ, ১২ থেকে ৩ মে, মহারাষ্ট্রের সমস্ত মসজিদের মৌলবীদের ডেকে বলুন, ৩ তারিখের মধ্যে সব মসজিদের লাউডস্পিকার খুলে ফেলতে হবে।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?