অনলাইন ডেস্ক, ১২এপ্রিল।।গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন কলম্বিয়ার সাবেক অধিনায়ক ফ্রেডি রিনকন। তার অবস্থা সংকটজনক।
সোমবার কলম্বিয়ার শহর কালিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন রিনকন। একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার গাড়ির।
ওই সময় তার সঙ্গে আরও চারজন ছিলেন।
মাথায় গুরুতর চোট পেয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই মিডফিল্ডার। বাস ড্রাইভার এবং রিনকনের সঙ্গে থাকা অন্য যাত্রীরাও আহত পেয়েছেন।
ইমবানাকো ক্লিনিক জানিয়েছে, মস্তিষ্কে মারাত্মক চোট নিয়ে ফ্রেডি ইউসেবিও রিনকন সকালে হাসপাতালে ভর্তি হন।
৫৫ বছর বয়সী রিনকন কলম্বিয়ার হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন। জাতীয় দলের হয়ে ১৭ গোল করেছেন তিনি। কলম্বিয়ার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১০ ম্যাচ খেলার রেকর্ডটি তিনি ভাগাভাগি করছেন কিংবদন্তি কার্লোস ভালদেরামার সঙ্গে।
দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার ইতি টেনে ১৯৯০ বিশ্বকাপ খেলা কলম্বিয়া দলের সদস্য ছিলেন রিনকন। জার্মানির বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে একটি স্মরণীয় গোলও করেন তিনি।
রিয়াল ছাড়াও রিনকন পেশাদারি ক্যারিয়ারে খেলেছেন নাপোলি, পালমেইরাস ও সান্তোসের হয়ে। ২০০০ সাল থেকে শুরু হওয়া ফিফা ক্লাব বিশ্ব চ্যাম্পিয়নশিপে করিন্থিয়ানসের হয়ে শিরোপাও জেতেন তিনি। বর্তমানে এই আসরের নাম ক্লাব বিশ্বকাপ।