অনলাইন ডেস্ক, ১১ এপ্রিল।। গত কয়েক বছরে কোভিড পরিস্থিতির জন্য সাধারণ মানুষ জীবন বিধ্বস্ত। লকডাউনের কারণে অনেক মানুষ যেমন কাজ হারিয়েছে, এমন অনেক মানুষের রুজি-রুটি পাল্টে গিয়েছে। তবে সময়ের সাথে সাথে সমস্ত কিছুই আসতে আসতে ঘুরে দাঁড়াচ্ছে, তেমনি অবস্থা টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে। একটা সময়ে রমরমিয়ে চললেও সময়ের সাথে তা নিস্তেজ হয়ে পড়েছে। তবে আবার ঘুরে দাঁড়াচ্ছে টলিউড ইন্ডাস্ট্রি, আসুন দেখে নিন, কোন কোন ছবি আসতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রিতে।
১. আসতে চলেছে ‘ অতি উত্তম ‘ মুভিটি। ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ। ছবিটির পরিচালনায় রয়েছেন সৃজিত মুখার্জী। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়কে। ছবিটি মুক্তি পাবে ক্যামেলিয়া প্রোডাকশন থেকে।
২. ক্যামেলিয়ন প্রোডাকশন থেকে আরও একটি ছবি মুক্তি পেতে চলেছে আসন্ন মাসের ২৭ তারিখ। ছবিটির নাম হল ‘ তীরন্দাজ শবর ‘। ছবির নাম শুনেই বুঝে গেছেন অনেকে, এটি একটি গোয়েন্দা সিরিজ হতে চলেছে। এই ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, শংকর চক্রবর্তী ও দেবজানি চট্টোপাধ্যায় প্রমূখ তারকারা। ছবিটি পরিচালনা করছেন অরিন্দম শীল।
৩. অরিন্দম শীলের আরো একটি ছবি আসতে চলেছে জুন মাসের ১৭ তারিখ। ছবিটির নাম হল ‘ মায়াকুমারী ‘। ছবিতে অভিনয় করছেন জনপ্রিয় কিছু মুখ – আবীর চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অরুণিমা ঘোষ, রজতাভ দত্ত, ইন্দ্রাশিষ রায় এবং সৌরভ দাস প্রমুখ।
৪. রাজপ্রতিম প্রোডাকশন, ক্যামেলিয়ান প্রোডাকশন এবং এসভিএফ এন্টারটেইনমেন্ট সবার যৌথ প্রযোজনায় আসতে চলেছে ‘ খেলা যখন ‘ সিনেমাটি। এই ছবিটি পরিচালনা করছেন অরিন্দম শীল। ছবিতে অভিনয় করবেন – মিমি চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রমুখ। ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে পয়লা জুলাই।
৫. পরিচালক অরিন্দম শীল ‘ ব্যোমকেশ ‘ কেও নিয়ে আসতে ভুললেন না। ‘ ব্যোমকেশ ‘ মুক্তি পাবে আগস্ট মাসের ১১ তারিখ। ছবিতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, সোহিনী সরকার এবং সুহত্র মুখোপাধ্যায় প্রমুখ।
৬. পরিচালক অরিন্দম শীলের আবারো মুভি আসতে চলেছে বছরের শেষ মাসের ১৬ তারিখ। ছবিটির নাম হল ‘ ‘ ইস্কাবনের বিবি ‘। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে তৃণা সাহা এবং অরুণিমা ঘোষকে।