অনলাইন ডেস্ক, ১১ এপ্রিল।। অন্ধ্রপ্রদেশে নয়া মন্ত্রিসভায় ঠাঁই হল না একাধিক বিধায়কের।এর পরেই মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির বিরুদ্ধে প্রকাশ্যেই বিক্ষোভ আছড়ে পড়ল রাজ্যের একাধিক জেলায়। সোমবার গাড়ির টায়ার জ্বালিয়ে, রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ। রবিবার রাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার পরেই সোমবার অন্ধ্রপ্রদেশে বিক্ষোভের সূত্রপাত।
বিধায়ক সামিনেনি উদয়ভানুকে নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত না করায় কৃষ্ণা জেলার জাগায়্যাপেটা ও নন্দমুরি তারাকা রামা রাও জেলায় স্থানীয়রা গাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। পোড়ানো হয় দলীয় পতাকা। মন্ত্রিসভায় ঠাঁই না পেয়ে কেঁদে ভাসালেন বর্ষীয়ান নেতা, তিনবারের বিধায়ক কোটামরেডি শ্রীধর রেড্ডি। নয়া মন্ত্রিসভায় প্রথম দলিত হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা ছিল এম সুচিত্রার। কিন্তু ঠাঁই হয়নি তাঁরও।
হতাশায় তিনি আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। আজই তিনি তাঁর ইস্তফাপত্র রাজ্য সভার সদস্য মোপিদেবী ভেঙ্কটরমনার কাছে জমা দেন। নয়া মন্ত্রিসভায় জায়গা হয়নি মুখ্যমন্ত্রীর আত্মীয় বালিনেনি শ্রীনিবাস রেড্ডির। তিনিও বিধায়ক পদ থেকে ইস্তফার কথা জানিয়েছেন। শীঘ্রই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে সূত্রের খবর।
বালিনেনি শ্রীনিবাস রেড্ডিকে মন্ত্রিসভায় পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিতে তার সমর্থকরা ওঙ্গোল এবং প্রকাশম জেলার কিছু অংশে রাস্তা অবরোধ করে। ওঙ্গোল মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ স্থানীয় সংস্থার নির্বাচিত প্রতিনিধিরা তাদের পদ ছাড়ার হুমকি দিয়েছেন।তবে এবারের মন্ত্রিসভায় এবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন অভিনেত্রী রোজাসহ চার মহিলা।