অনলাইন ডেস্ক,৯ এপ্রিল।। এবার হ্যাক করা হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের ট্যুইটার অ্যাকাউন্ট। শুক্রবার গভীর রাতে হ্যাক যোগীর অ্যাকাউন্ট হ্যাক বলে জানা যাচ্ছে। এরপরেই তাঁর অ্যাকাউন্ট থেকে একের পর এক অপ্রাসঙ্গিক পোস্ট হতে থাকে।বদলে যায় মুখ্যমন্ত্রীর প্রোফাইল পিকচার। সেখানে কার্টুন করে বসিয়ে দেওয়া হয় বানরের মুখ। শেষ পর্যন্ত ঘণ্টা চারেক পরে ফের অ্যাকাউন্টটি উদ্ধার করা সম্ভব হয়। তবে ততক্ষণে প্রায় শ’খানেক টুইট করা হয়ে গিয়েছে ওই অ্যাকাউন্ট থেকে।
সোশ্যাল মিডিয়ায় যোগী যথেষ্ট জনপ্রিয়। তাঁর প্রায় ৪০ লাখ ফলোয়ার আছে। অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পরে সেই অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করতে থাকেন তাঁদের অনেকেই। সেই পোস্টে ট্যাগ করা হয় উত্তরপ্রদেশের পুলিশ ও যোগী আদিত্যনাথকে। এরপরই বিষয়টি প্রশাসনের নজরে আসে। অ্যাকাউন্টটি উদ্ধার হওয়ার পরে অপ্রাসঙ্গিক সমস্ত টুইট ডিলিট করে দেওয়া হয়েছে।