দুদিনের সফরে বাংলায় আসছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

অনলাইন ডেস্ক, ৮ এপ্রিল।। উত্তরপ্রদেশ সহ চার রাজ্যে জয়-জয়কার হয়েছে বিজেপির। এদিকে জয়ের পরই পাল্লা দিয়ে বেড়েছে জ্বালানি মূল্যের দাম। সরব হয়েছে বিরোধীর। এই জ্বালানির মূল্য বৃদ্ধিতে মোদি সরকারএ কটাক্ষ করেছে বিরোধীরা। ইতিমধ্যেই জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটে গেছে বগটুই থেকে আনিস হত্যার ঘটনা। বগটুই ঘটনার তদন্ত করছে সিবিআই। আর আনিস কাণ্ডের ভার রয়েছে সিট-এর হাতে।

এই অবস্থার মধ্যে দুদিনের সফরে বাংলায় আসছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, বঙ্গ সফরে আগামী ১৬, ১৭ এপ্রিল কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । রয়েছে ঠাসা কর্মসূচী।

সফরে সরকারি কর্মসূচীর পাশাপাশি দলীয় বৈঠকে যোগ দেবেন তিনি। তবে কর্মসূচীর বিস্তারিত এখনও জানা যায়নি। বিজেপির তরফে জাননো হয়েছে, সফরে একগুচ্ছ সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সঙ্গে বৈঠক করবেন রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে। রাজ্যে দলের অগ্রগতি নিয়ে কথা বলবেন তিনি। বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি পরামর্শ দেবেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?