অনলাইন ডেস্ক,৭এপ্রিল।। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবার উল্টো ধাক্কা তৃণমূল কংগ্রেসের। শাসক দলের তরফে যুব নেতা দেবাংশু ভট্টাচার্য টুইটে লিখলেন, “বাংলায় আসতে প্রাণের ভয় পাচ্ছেন আমিত শাহ জি? একুশের নির্বাচনে তো গলি গলিতে ঘুরেছেন! মাথায় একটা বালির কণা পর্যন্ত পড়েছিল? ছাড়ুন, বাদ দিন! আপনার বাড়িতে কোনও মহিলা থাকলে তাকে উত্তরপ্রদেশে রাত্রি দশটার পরে একা এক কিলোমিটার হেঁটে আসতে বলুন। তারপরে ভাষণ দিন! মেনে নেব।”
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে রাজনীতি করছেন অমিত শাহ। কারণ, আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন হবে। বিজেপির পক্ষে কোনও আসনই জেতা সম্ভব নয়।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন,তিনি পশ্চিমবঙ্গে যেতে চান না, কারণ তিনি আতঙ্কে ভুগছেন। বাংলায় গেলে তিনি খুন হয়ে যেতে পারেন এমনটাই আশঙ্কা। রাজ্যসভায় দাঁড়িয়ে নিজের এই আশঙ্কার কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।এই মন্তব্যের বিরুদ্ধে সংসদে সরব হন তৃণমূল কংগ্রেসের সাংসদরা।
কলকাতায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট বলেন, হতাশা থেকেই এরকম বলছেন শাহ। রাজ্যের মানুষ ওনাদের প্রত্যাখ্যান করেছেন। সেটা ওনারা এখনও হজম করতে পারছেন না। বিজেপি শাসিত রাজ্যগুলিতে কি পরিস্থিতি হয়েছে সেটা কি তিনি ভুলে গিয়েছেন।
রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংয়ের একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সঞ্জয়বাবু আপনি তো সদ্য গুজরাট ঘুরে এলেন। ভালই হয়েছে এখনও বাংলায় যাননি। বাংলায় গেলে কিন্তু খুন হয়ে যেতে পারেন। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী রীতিমতো পশ্চিমবঙ্গে বিজেপির কর্মকর্তা থেকে দলীয় কর্মী সমর্থকরা কিভাবে আক্রান্ত হয়েছেন তার পরিসংখ্যান পেশ করেন। অন্যদিকে শাহর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান তৃণমূল কংগ্রেস সাংসদরা।
শাহ সংসদে বলেন, ২০১৯ সালে তিনি যখন বাংলায় রোড শো করছিলেন তখন নাকি তাঁর উপর গোলা পড়েছিল। আবার একুশের বিধানসভা ভোটের প্রচারে গেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ি ভাঙচুর হয়েছিল। শাহর এই মন্তব্যের প্রতিবাদ জানাতে চিৎকার শুরু করেন তৃণমূল সাংসদরা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী চ্যালেঞ্জ জানিয়ে বলেন, কী করে আপনারা এটা অস্বীকার করতে পারেন, এটাতো গোটা দেশ জানে। শাহর এই মন্তব্যের পর মোদী সরকারকে ফ্যাসিস্ট বলে তোপ দাগেন তৃণমূলের সাংসদরা।
শাহ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরা সভাকক্ষে ফ্যাসিস্ট সরকার বলে উল্লেখ করেন। তবে এই মন্তব্য প্রত্যাহারের দাবিতে ফের চিৎকার-চেঁচামেচি শুরু করেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঠিক আছে আমি মমতাদির নাম তুলে নিচ্ছি। কিন্তু আপনারা অন্তত ফ্যাসিস্ট সরকারের সংজ্ঞা দেবেন না।