অনলাইন ডেস্ক,৭এপ্রিল।। পশ্চিম লন্ডন সফরে যাওয়ার আগে বেশ চাপে ছিলেন কার্লো আনচেলত্তি। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি বলে কথা, আর এই ম্যাচে হারলে রিয়াল মাদ্রিদের প্রধান কোচের চাকরির পদটা নড়বড়ে হয়ে যেত ইতালিয়ান কোচের।।
তবে গুরুকে স্বস্তির জয় এনে দিলেন পরীক্ষিত শিষ্য করিম বেনজেমা। ফরাসি ফরোয়ার্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে স্টামফোর্ড ব্রিজে ৩-১ গোলে জিতল লস ব্লাঙ্কোসরা। দুই গোলে এগিয়ে থেকে সেমিফাইনালেও এক পা দিয়ে রাখল আনচেলত্তির দল।
ম্যাচের মাত্র ৪৬ মিনিটেই হ্যাটট্রিক করে বসেন বেনজেমা। তার প্রথম গোলটি মাত্র দুই মিনিটের ব্যবধানে, ২১ ও ২৪ মিনিটে। দুটি গোলই দুর্দান্ত হেডে। এই হ্যাটট্রিকে রেকর্ড বইয়েও নাম লেখালেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।
লুইস আদ্রিয়ানো (২০১৪-১৫), ক্রিস্টিয়ানো রোনালদো (২০১৬-১৭) ও লিওনেল মেসির (২০১৬-১৭) পরে চতুর্থ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ব্যাক টু ব্যাক হ্যাটট্রিক করলেন বেনজেমা (২০২১-২২)। তার মধ্যে কেবল এই ফরাসি তারকা ও তার সাবেক রিয়াল সতীর্থ রোনালদো নকআউট পর্বে এই কীর্তি গড়েছেন।
চেলসির বিপক্ষে হ্যাটট্রিকের আগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে পিএসজির বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে রিয়ালকে কোয়ার্টার ফাইনালের টিকিট এনে দেন বেনজেমা। চলতি মৌসুমের স্প্যানিশ জায়ান্টদের হয়ে ৩৭ গোল করলেন তিনি। যা রিয়ালের হয়ে এক মৌসুমে তার সর্বোচ্চ গোলও।
অন্যদিকে কোচ টমাস টুখেলের অধীনে ঘরের মাটিতে দ্বিতীয়বারের মতো ব্যাক টু ব্যাক হারল ব্লুজরা। শেষ চারে যেতে হলে ১২ এপ্রিল রাতে চেলসিকে ফিরতি লেগে মাদ্রিদ সফরে বিস্ময়কর কিছু করতে হবে।