ছবিমুড়াতে ছোট ছোট কটেজ নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে : পর্যটনমন্ত্রী

স্টাফ রিপোর্টার, অমরপুর, ৬ এপ্রিল।। রাজ্য সরকার পর্যটন ক্ষেত্রের বিকাশে গুরুত্ব দিয়ে কাজ করছে। এজন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপের দরুণ ছবিমুড়া এখন অন্যতম আকর্ষনীয় পর্যটন স্থল হয়ে উঠেছে।

অমরপুর মহকুমা শাসকের অফিসে সম্প্রতি কর্মচারি বিনোদন সংস্থার উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন। তিনি বলেন, ছবিমুড়াতে ছোট ছোট কটেজ নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ওয়াটার স্কুটার দিয়ে অমর সাগর ও ফটিক সাগরকে আরও সাজিয়ে তোলা হবে।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, পর্যটন শিল্পের বিকাশ হলে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়। এর সুযোগ বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা অনায়াসে নিতে পারে। পর্যটন মন্ত্রী বলেন, বাজার থেকে পয়সা দিয়ে অনেক কিছুই কেনা যায়। কিন্তু রক্ত বাজারে কিনতে পাওয়া যায় না। মানব দেহই হচ্ছে রক্তের উৎস। রক্তের কোন বিকল্প নেই। রক্তের যোগানের জন্য মানুষকেই এগিয়ে আসতে হয়। তাই বলা হয়ে থাকে রক্তদান হচ্ছে মহান দান। একজনের দান করা রক্ত দিয়ে একজন মুমুর্ষ রোগীকে বাঁচিয়ে দেওয়া যায়।

রক্তদানের মত সামাজিক কাজে এগিয়ে আসার জন্য তিনি সমাজের সব অংশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রঞ্জিত দাস বলেন, রক্তের কোন ধর্ম বা বর্ণ নেই। একজনের দান করা রক্ত যখন কোন বিপন্ন রোগীকে বাঁচিয়ে তোলে তখন রক্তদানের প্রকৃত অর্থ ফুটে উঠে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অমরপুর নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা, অমরপুর মহকুমার মহকুমা শাসক বিজয় সিনহা, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা. সুভেন্দু দেববর্মা প্রমুখ। শিবিরে ৩৩ জন রক্তদান করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?