অনলাইন ডেস্ক,৬ এপ্রিল।। অর্থনৈতিক সংকটের কারণে ইরাক ও নরওয়েতে দূতাবাস সাময়িক বন্ধের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা।
এ ছাড়াও, অস্ট্রেলিয়ার সিডনিতে শ্রীলঙ্কার কনসুলেট জেনারেল অফিসও সাময়িকভাবে বন্ধ থাকবে।
শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর জানায়, দূতাবাস সাময়িক বন্ধের সিদ্ধান্ত আগামী ৩০ এপ্রিল থেকে কার্যকর হবে।
এতে আরও বলা হয়, চলমান অর্থনৈতিক পরিস্থিতি ও বৈদেশিক মুদ্রার সংকটের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এ কারণে বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হবে না।
দূতাবাস সাময়িক বন্ধের ফলে সুইডেন থেকে নরওয়ে ও সংযুক্ত আরব আমিরাত থেকে ইরাকের মিশন পরিচালিত হবে। পাশাপাশি, অস্ট্রেলিয়ায় হাইকমিশনের মাধ্যমে সিডনির কনসুলেট জেনারেল অফিস পরিচালিত হবে।