অনলাইন ডেস্ক, ৫ এপ্রিল।। সামরিক ব্যবস্থা নিয়ে এবার ভারতের ভূয়সী প্রশংসা করল পেন্টাগন। পেন্টাগনের তরফ থেকে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক বা প্রতিরক্ষা সামগ্রী কেনার ক্ষেত্রে বৈচিত্র্য আনতে ভারতের প্রচেষ্টায় উৎসাহিত হয়েছে।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে নয়াদিল্লির সিদ্ধান্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কার্বি জানান, ‘আমরা আমাদের ভারতীয় অংশীদারদের সঙ্গে এই ক্রয়ের বিষয়ে আমাদের উদ্বেগ এবং তাদের উত্সাহিত করার বিষয়ে খুব স্পষ্ট বক্তব্য রেখেছি। আমরা আরও অনেককে রাশিয়ান সরঞ্জাম না কেনার জন্য অনুরোধ করছি। গত এক দশক ধরে ভারত তাদের প্রতিরক্ষা সরঞ্জামের ক্রমাগত বৈচিত্র্য দেখে আমরা উত্সাহিত হয়েছি। সুতরাং, আমরা ভারতের প্রয়োজনের সঙ্গে অস্ত্রভাণ্ডারকে মজবুত করার বিষয়ে ক্রমশ আলোচনা চালিয়ে যাব।’
উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবর মাসে ভারত এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের পাঁচটি ইউনিট কেনার জন্য রাশিয়ার সঙ্গে ৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছিল, যদিও তৎকালীন ট্রাম্প প্রশাসনের সতর্কবার্তা ছিল যে চুক্তিটি এগিয়ে যাওয়ার ফলে মার্কিন নিষেধাজ্ঞাগুলি আমন্ত্রণ জানানো হতে পারে।